নওগাঁয় ২১১ পরিবারকে বাড়ি দিয়েছে সরকার

নয়ন বাবু, নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে টিআর-কাবিটা কর্মসূচির আওতায় দুর্যোগ সহনীয় বাড়ি দিয়েছে সরকার। জেলার ১১টি উপজেলায় অসচ্ছল, হতদরিদ্র, গৃহহীন পরিবার, বিধবা, প্রতিবন্ধী নারী-পুরুষদের মাঝে ২০১৮-১৯ অর্থবছরে ২শ ১১টি পরিবারকে আধা পাকা বাড়ি দেয়া হয়েছে। বাড়ি পেয়ে খুশি হয়ে অসহায় পরিবারগুলো, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তবে চাহিদার তুলনায় বাড়ি অপ্রতুল বলে জানিয়েছেন সচেতন নাগরিক ও কর্তৃপক্ষ। নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া ইউনিয়নের উলাশপুর গ্রামের দরিদ্র বিধবা গৃহবধু ফিরোজা বেগম। গত ২৫ বছর আগে স্বামীকে হারিয়েছেন। আর দুই মেয়েকে নিয়ে কুঁড়ে ঘরে বসবাস শুরু করেন। মেয়েদের বড় করে বিয়ে দেয়ার কয়েক বছরের মাথায় তারাও স্বামী হারা হন। এরপর দুই মেয়ে ও তিন নাতী-নাতনীকে নিয়ে ছোট্র একটি ঘরে গাদাগাদি করে বসবাস করে আসছিলেন। গত ১ মাস থেকে ফিরোজা বেগম দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয় থেকে টিআর-কাবিটা কর্মসূচির আওতায় দুর্যোগ সহনীয় বাড়ি পেয়ে সেখানে বসবাস করছেন। শুধু ফিরোজা বেগমই নয়, তার মতো সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের আকন্দপাড়ার স্বামীহারা রেখা বানু, বদলগাছীর বেলাল হোসেনসহ আরো অনেক অসহায় পরিবার পেয়েছেন দুর্যোগ সহনীয় আধাপাকা বাড়ি। এদিকে, প্রয়োজনীয় চাহিদার তুলনায় বাড়ি অপ্রতুল বলে জানান, প্রকল্প কর্মকর্তা। তবে এ ধারা অব্যাহত থাকবে বলে জানান, জেলা প্রশাসক হারুন-উর-রশিদ। ২ কক্ষ বিশিষ্ট আধাপাকা বাড়িগুলোর প্রতিটি কক্ষের দৈর্ঘ্য ও প্রস্থ ১০ ফুট। যাতে রয়েছে- লোহার ও কাঠের দরজা-জানালা, অত্যাধুনিক রঙিন টিনের ছাউনি এবং একটি রান্নাঘর ও স্বাস্থ্য সম্মত স্যানিটারি ল্যাট্রিন।

Next Post Previous Post