এস কামরুল হাসান আমিরুল চেয়ারম্যান ভলিবল টুর্নামেন্টের কাপ এর শুভ উদ্বোধন

রফিক সসরকার গোয়াইনঘাট প্রতিনিধি : যুব সমাজকে খারাপ কাজ থেকে বিরত রাখা ও সুন্দর সমাজ গঠনের লক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্য বাহী সংগঠন নন্দীরগাওঁ ইউনিয়ন ক্রীড়া ফাউন্ডেশনের উদ্যোগে এস কামরুল হাসান আমিরুল চেয়ারম্যান কাপ ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানটি সালুটিকরস্থ নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের ভবন মাঠে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় ওই টুর্নামেন্টর শুভ উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। নন্দীরগাঁও ইউনিয়ন ক্রীড়া ফাউন্ডেশনের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল আহমদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সাবেক ইউপি সদস্য ওসমান গনী, শামছুউদ্দিন আল আজাদ, মর্তুজ আলী,আনোয়ার হোসেন, রহিম উদ্দিন, নন্দীরগাওঁ ইউনিয়ন ক্রীড়া ফাউন্ডেশনের উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগ নেতা কামরুল হাসান, নন্দীরগাওঁ ইউনিয়ন ক্রীড়া ফাউন্ডেশনের উপদেষ্টা ও গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম,এ,মতিন, ক্রীড়া ফাউন্ডেশনের উপদেষ্টা ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক মাহবুবুর রহমান রিপন, উপদেষ্টা পরিষদ সদস্য মোঃ জসিম উদ্দিন। গোয়াইনঘাট এবং পশ্চিম ট্রাক মালিক কমিটির সভাপতি শাহীন আহমদ, এছাড়া নন্দীরগাওঁ ইউনিয়ন ক্রীড়া ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি এম,মহিউদ্দিন মহি, অর্থ সম্পাদক আব্দুল মুমিন এসময় উপস্থিত ছিলেন। উক্ত উদ্ধোধনী খেলায় দুইটি দল অংশগ্রহণ করেন, সোনার বাংলা জাঙ্গাইল দল ও ফুলতৈলছগাম ভলিবল দল।

Next Post Previous Post