“হেমন্তে আজ”

হেমন্তে আজ মন হারিয়ে
বন হারিয়ে পথ,
ফুল পাখিরা খেলছে খেলা
মেলছে সব রথ।
দূর দূরান্তে সকল প্রান্তে
পাঁকা ধানের ঘ্রাণ,
মিষ্টি মধুর আকুল করা
সৃষ্টি মধুর প্রাণ।
এই হেমন্তে যাই নেমন্তে
ধান শালিকের দেশে,
উড়ছে মন পেখম মেলে
ছুটছে রঙিন বেশে।