কোনাবাড়ি ৪ গরু চোর আটক করছে পুলিশ
জিল্লুর রহমান সাগর:গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়ী গরু চুরির ঘটনায় ৫টি গরুসহ ৪ গরুচোরকে আটক করে করেছে পুলিশ। গতরাতে কোনাবাড়ী থানার জরুন পাঠান বাড়ির মাদ্রাসার কাছ থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, টাংগাইল জেলার ভুয়াপুর থানার খাসভরা বাড়ির সুরুজ জামানের ছেলে হাসান আলী । কোনাবাড়ী থানার জরুন এলাকার মৃত শামসু উদ্দিন সরকার এর ছেলে জামান সরকার , বগুড়া জেলার সোনাতলী থানার মহেশবাড়ীর এলাকার আনোয়ার হোসেনের ছেলে সরোয়ার হোসেন এবং সিরাজগঞ্জ সদর থানার রুপসা এলাকার সরওয়াদ্দিন হোসের এর ছেলে সাখাওত হোসেন। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন। কোনাবাড়ী থানার উপ পরিদর্শক সাইফুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গরুসহ আটক করে জিঞ্জাসাবাদ ই সময় জানতে পারে তারা গরু ৫টি চুরি করেছে। এসময় তাদের আটক করে থানায় নিয়ে আসে।