গাবতলীর সরধনকুটি বিদ্যালয়ে ৫ম শ্রেনীর ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়া গাবতলীর ২০নং সরধনকুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেনীর সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের আয়োজনে গতকাল মঙ্গলবার বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও জেলা সভাপতি মুহাম্মাদ আবু মুসা’র সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইদ্রিস আলী প্রামানিক, টিএমএসএস’র পরিচালক রেজাউল করিম, স্থানীয় সোনারায় ইউপি চেয়ারম্যান অধ্যাপক মফিদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সোনারায় উচ্চ বিদ্যালয়ের সভাপতি দুলাল করিম দুলাল, স্থানীয় ওয়ার্ড মেম্বার শাহাদৎ হোসেন গামা। বক্তব্য রাখেন সোনারায় ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু হায়াত সুইট, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ডাঃ শাহাদৎ হোসেন, রেজাউল করিম রেজা, মীর হোসেন, বাদল মোল্লা, মিতু বেগম, সামরিকা বেগম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম। বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ন কবীর এর পরিচালনায় অন্যান্যদের মধ্য ছিলেন, সাংবাদিক আতাউর রহমান, শিক্ষক মুন্নুজান বেগম, তানভীর আক্তার, উম্মে ওবাইদা, বাসন্তি রবি দাস, তিতাস মিয়া প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের কল্যান কামনা করে দোয়া খায়ের ও বিশেষ মোনাজাত করা হয়। পরিশেষে বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক শফিকুল ইসলাম শফিকের আর্থিক সহযোগিতায় বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

Next Post Previous Post