আয়কর মেলা ২০১৯ ইং ,কর অঞ্চল গাজীপুর

শুভ উদ্বোধন স্থান : বঙ্গতাজ অডিতরিয়াম গাজীপুর সদর ,গাজীপুর,!
তারিখ ১৩ নভেম্বর ২০১৯ খ্রিঃ বুধবার গাজীপুরে আয়কর মেলা শুভ উদ্বোধন করা হয় ! উক্ত আয়কর মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী জনাব আলহাজ্ব অ্যাডভোকেট আ .ক .ম মোজাম্মেল হক এমপি ,মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ! বিশেষ অতিথি ছিলেন : জনাব মোঃ ইকবাল হোসেন (সবুজ )এমপি ! গাজীপুর ৩ আসন, এবং সদস্য ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ! জনাব আলহাজ্ব এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম ,মেয়র, গাজীপুর সিটি কর্পোরেশন ! জনাব অধ্যাপক ডঃ এম এ মান্নান , উপাচার্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ,গাজীপুর ! জনাব মোঃ আনোয়ার হোসেন ,বিপি,এম (বার )পিপি,এম (বার ) পুলিশ কমিশনার গাজীপুর ! জনাব এস ,এম ,তরিকুল ইসলাম, জেলা ,প্রশাসক গাজীপুর !জনাব ,আলহাজ্ব এডভোকেট মোঃ আজমত উল্লা খান ,সদস্য , বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি এবং সভাপতি ,গাজীপুর মহানগর আওয়ামী লীগ , গাজীপুর ! জনাব মোঃ আনোয়ার সাদাত সরকার , সভাপতি, গাজীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ! জনাব মোঃ আহসান উল্লাহ সভাপতি , টেক্সাস বার অ্যাসোসিয়েশন গাজিপুর এবং সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আলী আজগর, কর কমিশনার ,কর অঞ্চল গাজীপুর ! স্থান : বঙ্গতাজ অডিটরিয়ামে গাজীপুর সদর , গাজীপুর ! আরো উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার জনাব ,আবু লাইচ জিকু গাজীপুর মেট্রোপলিটন পুলিশ , এবং স্থানীয় কর্মকর্তাবৃন্দ !