নন্দীগ্রামে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন

জিল্লুর রহমান রয়েল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে। ২০ শে আগস্ট বেলা ১১টায় নন্দীগ্রাম উপজেলা পরিষদ চত্বরে এ ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন করেন, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন। এরপর তিনি ফলদ বৃক্ষ মেলার স্টল পরিদর্শন করেন। বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ ও নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল। স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা মশিদুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান ও থানার এসআই আইয়ুব আলী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নজরুল ইসলাম। এরপর বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।



from BDJAHAN https://ift.tt/2Njx0Dz
via IFTTT
Next Post Previous Post