গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে : কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বুধবার বিকেলে গৌরীঘোনা বাজার সোহেল চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল, আলোচনা সভা ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক এস এম মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে ও রাকিবুল ইসলাম মোড়লের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিক্ষাবিদ এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সহ-সভাপতি আলহাজ এস এম সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য প্রকৌশলী হাসান আলমগীর, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, মহিলা আ’ওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজ বেগম, কেশবপুর পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবুল বাসার খান ও যুগ্ম-আহ্বায়ক সেলিম খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য মাজাহারুল ইসলাম, গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক ইসমাইল হোসেন, রুহুল কুদ্দুস, ইউনিয়ন ছাত্রলীগনেতা আব্দুল্লাহ-আল-মামুন প্রমূখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাও. আবু তালেব।



from BDJAHAN https://ift.tt/2zeujuW
via IFTTT
Next Post Previous Post