গোকুল ইউপি সদস্য জাকির হোসেনের কৃতিত্ব হারিয়ে যাওয়া ৭ বছরের শিশু তামিমকে পেয়ে খুশি তার মা কহিনুর বেগম!
আকাশ.বগুড়া : বুধবার গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা থেকে বগুড়ার মাটিডালী বিমান মোড় আসার পর সেখান থেকে হারিয়ে যাওয়া ৭ বছরের তামিমকে গোকুল ইউনিয়ন পরিষদ থেকে বুঝিয়ে পেয়ে আনন্দিত তার মা ও পরিবারের অন্যান্য সদস্যরা।
জানা গেছে, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব বাছহাটি গ্রামের অন্ধ ফজলুর রহমান ও কহিনুর বেগমের সাত বছরের পুত্র তামিমকে গত ২/৩ মাস পূর্বে সদরের গোদার পাড়া একটি হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করে দেয়। ঈদের ছুটি শেষে তার মা কহিনুর বেগম গত ২১/৮/১৯ ইং তারিখ বুধবার তাকে মাদ্রাসায় রাখতে আসলে তারা মাটিডালী বিমান মোড়ে বাস থেকে নেমে যায়। পরে সিএনজি যোগে মাদ্রাসায় যাওয়ার আগেই তামিম সেখান থেকে হারিয়ে যায়। অনেক খোঁজাখুজি করেও তাকে না পেয়ে তার মা কান্নাকাটি করে বাড়ী চলে যায়।পরে বিকাল ৪ টায় তামিম গোকুল ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের পাশে কান্না কাটি করতে দেখে গোকুল বোরহান গেট এলাকার স্বাস্থ্য কর্মকর্তা ঈসানুর রহমান ঈসা সহ স্থানীয় লোকজন তাকে পরিষদ কার্যালয়ে নিয়ে আসে এবং গোকুল ইউপি চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজের তত্বাবধানে রেখে ইউপি সদস্য জাকির হোসেন তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করার চেস্টা করলে সে ঠিক মত কোন ঠিকানা বা মোবাইল নং বলতে না পারায় জাকির হোসেন তার কাছে থেকে বিভিন্ন নং নিয়ে তার ঠিকানা খোজার জন্য বিভিন্ন জায়গায় ফোন দিয়ে সঠিক ঠিকানা না পাওয়াই অবশেষে তার মায়ের ঠিকানা পেয়ে তাদেরকে সংবাদ দিলে অদ্য ২২/৮/১৯ ইং তারিখ বৃহস্পতিবার বেলা অনুমান ২ টায় তার মা ও তামিমের খালাত ভাই নাজমুল হুদার কাছে লিখিত ভাবে জিম্মায় দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য জাকির হোসেন,ইউপি সচিব আজমল হোসেন দুলাল,অফিস সহকারী সাইফুল ইসলাম প্রমুখ।
from BDJAHAN https://ift.tt/2TZnLKf
via IFTTT