নন্দীগ্রামে পূর্ব শত্রুতার জেরে হামলা, আহত এক

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দূর্বৃত্তের হামলায় উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্ষন চেচুয়াপাড়া গ্রামের আনোয়ার হোসেন শাহীন (৩৮) আহত হয়েছে। তাকে ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে দূর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার বর্ষন চেচুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, বুধবার রাত সাড়ে ১২ টার দিকে পরিচিত কিছু লোকজন মেশিন মেরামত করার কথা বলে শাহীনকে বাড়ি থেকে ডেকে বের করে। এরপর জোরপূর্বক তাকে একই গ্রামের আব্দুল আলীমের বাড়িতে নিয়ে যায়। সেখানে আটকে রেখে ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই পা ও এক হাত ভেঙ্গে দেয়। এসময় শাহীন চিৎকার করলে তার পরিবারের লোকজন থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলীমের ঘরের জানালা ভেঙ্গে শাহীনকে হাত-পা ভাঙ্গা অবস্থায় উদ্ধার করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে নূর ইসলাম টিপু ও হাফিজার রহমান নামের দুজনকে আটক করে। বৃহস্পতিবার দুপুরে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বুধবার রাতে শাহীনকে হাত-পা ভাঙ্গা অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাতেই দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



from BDJAHAN https://ift.tt/2KitGFQ
via IFTTT
Next Post Previous Post