বগুড়া সদরের মথুরা কালিদহ বিলে পোনা মাছ অবমুক্ত করন
আকাশ.বগুড়া : বৃহস্পতিবার বেলা ১২ টায় বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের মথুরা কালিদহ বিলে সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের রাজস্ব কার্যক্রমের আওতায় ২০১৮/ ১৯ সালের অর্থ বছরে পোনা মাছ অবমুক্ত করন করা হয়। বগুড়া সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছাঃ শারমিন আক্তারের সভাপতিত্বে পোনা মাছ অবমুক্ত করন করেন বগুড়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,সহকারী (ভূমি) কমিশনার আবুল হায়াত, সদর উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, শিা অফিসার আব্দুল জব্বার,লিফ নামুজা (ইউপি) ও মথুরা সমাজ কল্যান পরিষদের নির্বাহী পরিচালক মোঃ জাহেদুর রহমান,স্থানীয় ইউপি সদস্য মুন্টু সাকিদার,দলনেতা রফিকুল ইসলাম,মাসুম মিয়া,ওর্য়াড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোকছেদুর রহমান মোকসেদ,রাজু মিয়া,রকি মিয়া,মামুন,রেজাউল করিম মিটু প্রমুখ।
from BDJAHAN https://ift.tt/2U3oNVG
via IFTTT