পুঠিয়া ধানের চারা কেনাকে কেন্দ্র করে কৃষককে কুপিয়ে হত্যা আটক ২
নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলায় ধানের চারা কেনাবেচাকে কেন্দ্র করে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। স্থানীয় লোকজন তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ এ ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছেন। নিহত কৃষকের নাম সোহেল রানা (৩০)। তিনি জামিরা গ্রামের আনসার আলীর ছেলে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা আনাসার আলী বাদী হয়ে সোমবার (১৯ আগস্ট) সকালে বেলপুকুর থানায় হত্যা মামলা করেছেন। রাজশাহীর বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ধানের বীজ কেনাবেচাকে কেন্দ্র করে স্থানীয় সাইফুল ইসলামের সঙ্গে রোববার সন্ধ্যায় সোহেল রানার কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাতে বাড়ি ফেরার পথে একা পেয়ে সোহেল রানাকে সাইফুল ইসলাম ও তার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে সোহেল রানার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি গোলাম মোস্তফা আরও জানান, এ ঘটনার পর অভিযান চালিয়ে পুলিশ হত্যাকা-ের সঙ্গে জড়িত সন্দেহে একই গ্রামের ফারুক হোসেন ও রাজিউল ইসলাম নামের দু’জনকে গ্রেফতার করেছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যরা পলাতক রয়েছেন। এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। এছাড়া নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।
from BDJAHAN https://ift.tt/2KT4dDb
via IFTTT