সড়কে গতিরোধকের দাবিতে মানববন্ধন
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ-ঢাকা-বালিরটেক সড়কের লেমুবাড়ি বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে গতিরোধক নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। এসময় তারা গতিরোধক নির্মাণের দাবীতে সড়ক অবরোধ করে।
পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে পরে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়।
মানববন্ধনে লেমুবাড়ী বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু দীনবন্ধু রায়, লেমুবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা বেগম, পুটাইল ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মাষ্টার, লেমুবাড়ী সবুজ মুকুল মেলার সভাপতি মোল্লা আজিজ, সাধারণ সম্পাদক কৌশিক আহাম্মদ অনিক প্রমুখ বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ১১ টায় লেমুবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র নুসাইত ইসলাম রাফি চিপস কিনতে গিয়ে মাইক্রোবাসের চাপায় নিহত হয়।
from BDJAHAN https://ift.tt/30rRwpA
via IFTTT