মণিরামপুরে সাড়াশি অভিযানে ওয়ারেন্টভূক্ত ১৪ আসামী আটক

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : যশোরের মণিরামপুরে সাড়াশি অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত ১৪ আসামীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার রাতে পুলিশের কয়েকটি টিম পৃথকভাবে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করেন। আটককৃতরা হলেন- উপজেলার তাজপুর গ্রামের মৃত এরশাদ আলী মোড়লের ছেলে মোশারফ হোসেন, একই গ্রামের মৃত মহাতাব সর্দারের ছেলে আবু তালেব, জালঝাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে লোকমান হুসাইন, আমিনপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে ওলিয়ার রহমান, বালিয়াডাঙ্গা খানপুর গ্রামের মৃত মোতালেব মোল্যার ছেলে আবুল বাশার, মুড়াগাছা গ্রামের নুরুজ্জামানের ছেলে মাসুদ মিয়া, হরিহরনগর গ্রামের মৃত আকাম আলীর ছেলে তোফাজ্জল হোসেন, হাজরাকাটি গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে শামছুর রহমান, একই গ্রামের ওয়াজেদ আলীর ছেলে ইকবাল হোসেন, হায়াতপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে মিজানুর রহমান, চন্ডিপুর গ্রামের সদর আলীর ছেলে আজম আলী, নেহালপুর গ্রামের মৃত হাতেম আলী শেখের ছেলে ক্বারী হারুন অর রশিদ, একই গ্রামের মৃত মোমরেজ আলীর ছেলে আবুল হোসেন ও কোনাখোলা গ্রামের মৃত রজব আলীর ছেলে আঃ রশিদ।

মণিরামপুর থানার এসআই তপন কুমার সিংহ বলেন, আসামীদের বিরুদ্ধে থানায় মামলা আছে, তারা ওয়ারেন্টভূক্ত আসামী। বৃহস্পতিবার পুলিশ তাদেরকে আদালতে সোপর্দ করেন।



from BDJAHAN https://ift.tt/2L1P2Yq
via IFTTT
Next Post Previous Post