রাবি শিক্ষকের গবেষণা পানিকে আর্সেনিক মুক্ত করার প্রযুক্তি উদ্ভাবন

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনজুর হোসেন কম খরচে পানিকে আর্সেনিক দূষণমুক্ত করার প্রযুক্তি উদ্ভাবন করেছেন। ইতোমধ্যে প্রযুক্তিটি আর্সেনিক আক্রান্ত এলাকায় স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে। জাপানের তৈয়মা ইউনিভার্সিটির ওয়াটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. তমনুরি কাওয়াকামির সঙ্গে দীর্ঘ ৫ বছরের যৌথ গবেষণায় উদ্ভাবিত ওই প্রযুক্তিটির নাম ‘রিমোভাল অব আর্সেনিক থ্রু ইলেকট্রনিক সিস্টেম’।

উদ্ভাবিত এই প্রযুক্তির বৈশিষ্ট্য সম্পর্কে গবেষক ড. মনজুর হোসেন বলেন, স্থানীয় উপকরণ ব্যবহার করে এ প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। একটি পরিবারের যে কেউ এটি চালাতে পারবে। বিদ্যুৎ বা ব্যাটারি উভয়ই দিয়ে প্রযুক্তিটি চালানো যাবে। বাংলাদেশের আর্সেনিকের ভয়াবহ অবস্থা বিবেচনায় নিয়ে এটি উদ্ভাবন করা হয়েছে।

তিনি জানান, এটি টেকসই প্রযুক্তি, স্থানীয় ইলেক্ট্রিশিয়ানরাও তৈরি করতে পারবেন। মাত্র ৮ থেকে ১০ হাজার টাকায় তৈরি হয়ে যাবে একসাথে ২০-৩০ লিটার পানি আর্সেনিক মুক্ত করা যায় এমন ব্যবস্থা।

আর্সেনিক মুক্তকরণের এ প্রযুক্তির বাস্তবায়ন সম্পর্কে তিনি বলেন, জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর গ্রামে প্রযুক্তিটির একটি পাইলট প্রকল্প শুরু হবে। প্রযুক্তিটি পরিবেশ বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কোনো বর্জ্য তৈরি করবে না বলে দাবি করেন তিনি।

এর আগে ২০১৪ সালের দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগের পিএইচডি শিক্ষার্থী ফিরোজুর রহমানকে সাথে নিয়ে পানিকে আর্সেনিক মুক্ত করার জন্য ড. কাওয়াকামির সাথে গবেষণা শুরু করেন রাবি অধ্যাপক ড. মনজুর হোসেন। দীর্ঘ ৫ বছরের প্রচেষ্টার পর এ বছরের মার্চ মাসে সম্পূর্ণ কাজ সমাপ্ত করতে পেরেছেন তারা।



from BDJAHAN https://ift.tt/2JjKDiG
via IFTTT
Next Post Previous Post