নবাবগঞ্জের সফল নারী উদ্যোক্তা আজমেরী কামাল মীম।

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম এ সাজেদুল ইসলাম(সাগর) : সরকার যখন দেশে বেকার সমস্যা শূন্যের কোঠায় পৌঁছানোর নিরলস প্রচেষ্টা চালিয়ে সফলতার দ্বারপ্রান্তে -ঠিক তখনই, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুরে আজমেরী কামাল মীম নামে এক নারী উদ্যোক্তা এম এস ফিশারিজ, এগ্রো এন্ড ডেইরী ফার্ম প্রতিষ্ঠা করে। তিনিসহ এলাকার বেশ কিছু বেকার যুবক যুবতীর কর্ম সংস্থানের ব্যবস্থা করেছেন। মীম জানান, তার ফার্মে বর্তমানে ২৭টি গাভী নিয়মিত দুধ দিচ্ছ ফলে তার ফার্মের দুধে অত্র এলাকার দুধের চাহিদা পুরণ হচ্ছে। পাশা পাশি গরুর পরিত্যাক্ত খাবারে চাষ হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ। এই মাছ এলাকার চাহিদা পূরনের পর দেশের অন্যান্য অঞ্চলে ভালো লাভজনক দামে বিক্রয় হচ্ছে। আজমেরী কামাল মীম আরও জানান, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে তার ফার্মে প্রায় ৩৫টি বিভিন্ন প্রজাতির গরু দেশীয় প্রযুক্তি ও দেশীয় খাদ্য ব্যবহার করে মোটা তাজা করণ প্রক্রিয়াধীন আছে। তিনি আশা করছেন, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে চোরাই পথে যদি গরু বাংলাদেশে প্রবেশ না করে তবে,তিনি ভালো লাভ আশা করছেন। সরকারের পক্ষ থেকে কোন সুযোগ সুবিধা পেলে তিনি আরও সফলভাব তার ফার্ম পরিচালনা করতে পারবেন। তার মাধ্যমে এলাকার অনেক বেকারের কর্ম সংস্থান সহ এলাকার বিভিন্ন এলাকার মাংস ও দুধের চাহিদা পূরণ হবে।



from BDJAHAN https://ift.tt/2ypMVaO
via IFTTT
Next Post Previous Post