বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার ভোর থেকে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলগামী বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে পরিবহন কোম্পানিগুলো।
রাজধানীর গাবতলী এবং কল্যাণপুরের কাউন্টার থেকে এ টিকিট পাওয়া যাচ্ছে। পাশাপাশি অনলাইনেও টিকিট বিক্রি করছে কোম্পানিগুলো।
ঈদের টিকিট নিতে গতকাল রাত থেকেই কাউন্টারগুলোর সামনে ভিড় করতে থাকেন মানুষ। বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করেছেন তারা। আগামী ৯ ও ১০ আগস্টের টিকিটের বেশি চাহিদা বেশি বলেও জানিয়েছে বাস কর্তৃপক্ষ।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের এক সভায় টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা। অ্যাসোসিয়েশনের সভাপতি ও শ্যামলী পরিবহনের স্বত্তাধিকারী রমেশ চন্দ্র ঘোষ বলেছিলেন, আগামী ১১ অথবা ১২ আগস্ট ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে, এমন ধারণা মাথায় রেখেই অ্যাসোসিয়েশন অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ২৬ জুলাই থেকে টিকিট বিক্রি শুরু করেন তারা। আসন থাকা সাপেক্ষে অগ্রিম টিকিট বিক্রি অব্যাহত থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
from BDJAHAN https://ift.tt/2MrGHzJ
via IFTTT