পূজা উদযাপন পরিষদের আয়োজনে আদমদীঘিতে গীতাপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভভগবদ গীতা পাঠ প্রতিযোগিতা আদমদীঘি উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে সদরের কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দিরে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে ক, খ ও গ গ্রুপে ৯ জন প্রতিযোগী বিজয়ী হয়েছেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আদমদীঘি উপজেলা শাখার সভাপতি অসিত দেবনাথ বাপ্পার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিহির কুমার সরকারের সঞ্চালনায় জাতীয় পর্যায়ের এ গীতা পাঠ প্রতিযোগীতায় বিচারক হিসেবে ছিলেন, ইসস্কনের সদস্য মানিক কুমার, বিশ্বনাথ মোহন্ত, সুদাম পাল, দিনেন পাল, রেবতী মোহন সাহা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা আনন্দ কুন্ডু, সুদেব ঘোষ, দুলাল কুন্ডু, ডাঃ গোপাল বর্মন, কাজল সরকার, পিযুজ প্রামানিক, উত্তম কুন্ডু, শ্যামল শীল, অতুল সরকার প্রমূখ।
from BDJAHAN https://ift.tt/2Gxa8wj
via IFTTT