রাবিতে ডাটা সায়েন্স এন্ড এসডিজি’স শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হবে ডিসেম্বরে

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী ‘ডাটা সায়েন্স এন্ড এসডিজি’স : চ্যালেঞ্জস, অপরচুনিটিস এন্ড রিয়েলিটিস’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হবে ডিসেম্বরে। বৃহস্পতিবার দুপুরে ড. কুদরত-ই-খুদা একাডেমিক ভবনে পরিসংখ্যান বিভাগের কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কনফারেন্সের আহ্বায়ক অধ্যাপক এম. সাইদুর রহমান। বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে আগামী ১৮-১৯ ডিসেম্বর সপ্তমবারের মতো এ কনফারেন্স অনুষ্ঠিত হবে। রাবি উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান এর সভাপতিত্বে কনফারেন্সের প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. ফজলে কবীর। সমাপনী দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদ। কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন থাইল্যান্ডের অধ্যাপক তাপিও নাম্মি। এছাড়া যুক্তরাষ্ট্র, চীন, অস্ট্রেলিয়া, ভারতসহ ৭ টি দেশের ৪০ জনের বেশি বক্তা কনফারেন্সে বক্তব্য রাখবেন। রেজিষ্ট্রেশন সহ কনফারেন্স সম্পর্কিত সকল তথ্যwww.ru.ac.bd/stat/conference-2019 ওয়েবসাইটে পাওয়া যাবে।

উল্লেখ্য, পরিসংখ্যান বিভাগ ১৯৯৪ সাল থেকে প্রতি তিন বছর পর পর এই আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করে থাকে।



from BDJAHAN https://ift.tt/2LEi2Hu
via IFTTT
Next Post Previous Post