নিমন্ত্রন………

জামাল উদ্দিন জীবন :
তোমাকে ছুঁয়ে সমুদ্রের আলো ছায়া মেখে হেটে যাব
জীবনের শেষ প্রান্তে নীল সীমানায় অনেকটা পথ
সাথী নেই সংশয় কোন ভয় হারাবার মনে ধরাতে
তুমি আমার কতটা আপন প্রিয়া জানে সর্বজন ।
রাখবো ধরে দুচোখের তারাতে দিব না কভু হারাতে
অন্তর মাঝে তোমার বসবাস হিয়াটা আছো জুড়ে
আমায় ছেড়ে দূরে তুমি বন্ধু থাকবে কেমন করে?
আঁখি দুটো মেলে দেখো তোমার হিয়ার মাঝে।
আমার ছোয়া দোলাদেয় তোমার মনের খোঁজে
নীল আকাশে সাদা মেঘের ভেলায় ভাসবো দুজনে
স্বর্গ সুখের দোলায় চেপে করবো সীমান্ত বিচরণ
পুষ্প বাগান ভরে আছে আজ কত রঙগের ফুলে।
বসন্ত এসেছে মনে দক্ষিনা সমীরণে পাখির কূজনে
আমায় আরো কাছে পেতে চায় তোমার পাগল মন
নিমন্ত্রন আজ বড় আয়োজন তোমার অপেক্ষায় ধরায়
হৃদয় সিংহাসনে তোমার বসবাস আপন করো আমায়।



from BDJAHAN https://ift.tt/2Mx0Ioz
via IFTTT
Next Post Previous Post