বাঁশখালীতে বন্দুকযুদ্ধে ২৪ মামলার আসামি জাকের নিহত

বাঁশখালী প্রতিনিধি : বাঁশখালীতে ২৪ মামলার আসামি জাকের (প্রকাশ জাকের ডাকাত) র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেলে উপজেলার পূর্ব চাম্বল ছড়ারকূল এলাকার পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, র‌্যাব ড্রোনের মাধ্যমে জাকেরের (৪০) অবস্থান নিশ্চিত করে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জাকেরের সহযোগীরা গুলি ছুঁড়ে। জবাবে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলে জাকের ডাকাত গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে র‌্যাব ঘটনাস্থল থেকে ১১টি দেশিয় অস্ত্র, ১টি পিস্তল, ১টি রিভলবার, ৯টি দেশিয় শূটার গান উদ্ধার করে। নিহত জাকের ওই এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে।
এ বিষয়ে র‌্যাব-৭ এর দায়িত্বরত কর্মকর্তা মেজর মেহেদী হাসান জানান, জাকের ডাকাতের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ২৪টি মামলা রয়েছে। এর মধ্যে চাঁন্দগাঁও, হাটহাজারী, বোয়ালখালী ও বাঁশখালী থানায় সর্বাধিক। বিগত কয়েক বছর আগে তাকে গ্রেপ্তার করতে গেলে বাঁশখালী থানা পুলিশের উপরও হামলা চালানো হয়েছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলাও হয়েছে।
বাঁশখালী থানার ওসি (তদন্ত) মো. কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছে। রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ সংক্রান্ত কোনো মামলা হয়নি বলে জানা যায়।



from BDJAHAN https://ift.tt/32WY5Sv
via IFTTT
Next Post Previous Post