রাবিতে শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী পালিত
রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি শহীদ জননী জাহানারা ইমামের ২৫তম মৃত্যুবার্ষিকী পালন করেছে। বুধবার সকালে রাজশাহীর আলুপট্টি চত্বরে জাহানারা ইমামের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে। পুষ্পার্ঘ অর্পণ শেষে তাঁর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাবি বাংলা বিভাগের অধ্যাপক ড. সুজিত সরকার। এছাড়াও বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, সহ সভাপতি শাহীন রানা, সাংগঠনিক সম্পাদক সাব্বির রহমান, সোহরাওয়ার্দী হল শাখার সাধারন সম্পাদক ইন্দ্রজিৎ কুমার, শের-ই- বাংলা হল শাখার সহ-সভাপতি আতিকুর রহমান সৌরভসহ সভাপতি আল আমিন ও সাধারন সম্পাদক ফিরোজসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
শহীদ জননী জাহানারা ইমাম ১৯৯৪ সালের ২৬ জুন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি একাধারে ছিলেন মুক্তিযোদ্ধার গর্বিত জননী, বিশিষ্ট সাহিত্যিক ও সংগঠক। অন্যদিকে ক্র্যাক প্লাটুন গেরিলা যোদ্ধা শহীদ শফি ইমাম রুমীর মা।
from BDJAHAN https://ift.tt/2X83CGP
via IFTTT