কেশবপুরের মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ৪ মনোনয়নপত্র জমা
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে : কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জানাগেছে, উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ৩০ জুন ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। শেষ দিনে আওয়ামী লীগ মনোনীত গোলাম সরোয়ার, স্বতন্ত্র প্রার্থী হিসাবে আওয়ামী লীগনেতা মাওঃ আব্দুল হালিম, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা হুমায়ূন কবীর পলাশ ও স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম।
উল্লেখ্য, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর আবু ২০১৮ সালের ১৮ নভেম্বর ঢাকা থেকে নিখোঁজ হন। পরবর্তীতে তাঁর লাশ বুড়িগঙ্গা নদী থেকে পুলিশ উদ্ধার করে। তখন থেকে মজিদপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদ শূন্য ছিল। যার ফলে নির্বাচন কমিশন মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফশীল ঘোষণা করেছে। ঘোষিত তফশীল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ জুন, মনোনয়নপত্র বাছাই ২ জুলাই, প্রার্থীতা প্রত্যাহার ৯ জুলাই এবং ২৫ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
অপরদিকে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ৯ নং সাধারণ ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনে ৩০ জুন শেষ দিনে মনোনয়নপত্র জমাদিয়েছেন সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আকবার আলী ও শরিফুল ইসলাম।
উল্লেখ্য, পাঁজিয়া ইউনিয়নের ৯ নং সাধারণ ওয়ার্ডের সাধারণ সদস্য আকবর হোসেনের মৃত্যুর ফলে ঐ সাধারণ সদস্য পদ শূন্য ছিল।
from BDJAHAN https://ift.tt/2NirR07
via IFTTT