গাইবান্ধায় জেলা প্রশাসনের ৩ বছরের কর্মপরিকল্পনা অগ্রগতি বিষয়ক সভা
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার জেলা প্রশাসনের ৩ বছরের কর্মপরিকল্পনা (২০১৮-২০২০) এর অগ্রগতি বিষয়ক এক সভা ২৬ জুন বুধবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। লোকাল গভর্নেন্স ফর চিলড্রেন (এলজিসি) এর আওতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও জাতিসংঘ শিশু তহবিল (ইউনিয়সেফ) এর যৌথ কর্মসূচির আয়োজন করে।
সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছা. রোখছানা বেগম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু প্রমুখ। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসনের মুক্তিযুদ্ধের চেতনা প্রচেষ্টা, সকল স্তরের শিক্ষার মান বৃদ্ধি, সার্বিক উন্নয়নে ডিজিটাল প্রযুক্তির অধিকতর ব্যবহার, ভূমি সেবা সহজীকরণ, আইন শৃংখলা ও সুশাসন, দক্ষ ও সেবামুখী জনপ্রশাসন, মানব সম্পদ উন্নয়ন, আর্থ-সামাজিক উন্নয়নের অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা হয়। এছাড়া আগামী দিনগুলোতে উলে¬খিত ক্ষেত্রে লক্ষ্য অর্জনে জেলা প্রশাসনের কর্মতৎপরতা আরও বৃদ্ধি করার উপর গুরুত্বারোপ করা হয়।
from BDJAHAN https://ift.tt/2LoipG0
via IFTTT