আগৈলঝাড়ায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় ‘সুস্বাস্থ্যেই সুবিচার, মাদক মুক্তির অঙ্গীকার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পালিত হয়েছে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে সকাল দশটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও প্রধান শিক্ষক সুনীল কুমার বাড়ৈ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তালুকদার, মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, এসআই মো. তৈয়বুর রহমান, আমার বাড়ি আমার খামার প্রকল্প সমন্বয়ক সুব্রত রায়, গৈলা মডেল ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু ও আগৈলঝাড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক তপন বসু।

সভায় আওয়ামী লীগ সভাপতির প্রস্তাবনায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে, প্রশাসনসহ সকলের সার্বিক সহযোগিতায় পাঁচটি ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতার জন্য মাদকের অপব্যবহার ও কুফল সম্পর্কে তাদের নিয়ে মাদক বিরোধী পাঁচটি সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়াও পুলিশ প্রশাসনের প্রতি শুধু চাকুরীর জন্য দায়িত্ব নয়; এই এলাকার একজন সন্তান, অভিভাবক হিসেবে মাদক বিরোধী দায়িত্ব কর্তব্য পালনের জন্য আহ্বাণ জানানো হয়। দিবসটিকে ঘিরে সর্বস্তরের জনগণের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।



from BDJAHAN https://ift.tt/2KE7sAE
via IFTTT
Next Post Previous Post