গোবিন্দগঞ্জে আদিবাসী-বাঙ্গালী সমাবেশ অনুষ্ঠিত
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৬৪তম সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল আদিবাসী-বাঙ্গালী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাহেবগঞ্জ ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি ও জাতীয় আদিবাসী পরিষদের যৌথ উদ্যোগে শুক্রবার সকাল ১১টায় গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাহেবগঞ্জ ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা: ফিলিমন বাস্কের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঐক্য ন্যাপের কেন্দ্রীয় সভাপতি পঙ্কজ ভট্টাচার্য্য। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আদিবাসী-বাঙ্গালী সংহতি পরিষদের আহ্বায়ক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্র সরেন, নওগাঁ জেলা বাসদের সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, সাহেবগঞ্জ ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির নেতা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অবিলম্বে সকল সাঁওতাল ও আদিবাসী হত্যার বিচার এবং সাহেবগঞ্জ খামারের অধিগ্রহণকৃত পৈত্রিক জমি ফিরে দেয়া সহ তাদের গৃহীত ৭ দফা দাবী পূরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
from BDJAHAN https://ift.tt/2Yinm72
via IFTTT