শিবগঞ্জে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নেরআয়োজনে মহান মে দিবস পালিত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে “শ্রমিক মালিক ঐক্য গড়ি উন্নয়নের শপথ করি স্লোগানে” মহান মে দিবস পালিত হয়েছে।

বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসাবে স্বীকৃত মহান মে দিবস। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা ৮ঘন্টা কর্মের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ঐ দিন তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠা হয়েছিলো। তাদের আত্মত্যাগের দিনটি প্রতি বছর পালিত হচ্ছে মহান মে দিবস হিসেবে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন হচ্ছে যথাযোগ্য মর্যাদায়। শিবগঞ্জ উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন শিবগঞ্জ হাট শাখার আয়োজনে বুধবার সকাল ১১ঘটিকায় একটি র‌্যালী শিবগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। শিবগঞ্জ উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল জলিল শেখের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোজাহার আলী, সহ-সাধারণ সম্পাদক ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, অর্থ সম্পাদক শাহজাহান আলী, দপ্তর সম্পাদক রিংকু মিয়া। শ্রমিক নেতা ওবায়দুল ইসলাম, হজরত আলী, শাহীন, জালাল উদ্দিন, গণিসহ প্রমূখ।



from BDJAHAN http://bit.ly/2J7UN7q
via IFTTT
Next Post Previous Post