আমি লুটপাটের প্রতিনিধিত্ব করতে চাইনা : এমপি মোকাব্বির খাঁন

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খাঁন বলেছেন, আমি লুটিপাটের জনপ্রতিনিধিত্ব করতে চাইনা। আমাকে এই আসনের উন্নয়ন করার জন্য জনগণ তাদের আমানত ভোট দিয়ে এমপি বানিয়েছেন। তাই আমি এই আসনের জনগণের সেবক হিসেবে সবাইকে সাথে নিয়েই উন্নয়ন কাজ করতে চাই। তিনি বুধবার বাঁচাও হাওর আন্দোলন সংগঠনে ও রামপুর গ্রামবাসীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। বাাঁচও হাওর আন্দোলনের উপদেষ্টা আব্দুল নুর’র সভাপতিত্বে ও সংগঠনের আহবায়ক সাজিদুর রহমান সুহেলের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, ছৈইফাগঞ্জ এসডি মাদরাসার সুপার মাওঃ আব্দুর রউফ, বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের আহবায়ক ফজল খাঁন। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাবেক মেম্বার মৌরশ আলী। এসময় উপস্থিত ছিলেন, আব্দুল হামিদ, আকবর হোসেন সুহেল, আব্দুল্লাহ, কালা মিয়া, আরশ আলী, আকলিছ আলী, মন্তাজ আলী, সাবেক মেম্বার খায়রুল ইসলাম কবির, তফজ্জুল আলী, আজগর আলী, সিদ্দেক আলী, সেলিম আহমদ, কালাম আহমদ ও নুরুজ্জামান।


from BDJAHAN http://bit.ly/2EIkCYX
via IFTTT
Next Post Previous Post