দেশ থেকে দরিদ্র বিমোচনের জন্য আওয়ামীলীগ সরকার কাজ করে যাচ্ছেন : নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যানঃ সফিক

এস আই সুমন,মহাস্থান (বগুড়া) প্রতিনিধি : সোমবার সকাল ১১টায় বগুড়া সদরের গোকুল ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্ত্বরে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি যাচাই- বাচাই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গোকুল ইউপি চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সুফিয়ান সফিক। তিনি বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশ থেকে দরিদ্র বিমোচনের জন্য নানাবিধ কাজ করে যাচ্ছেন। বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতা চালুর মাধ্যমে এ দেশ থেকে দরিদ্র দুর করার লক্ষে কাজ করে যাচ্ছেন। আমরা বগুড়ার মানুষ ভোটের সময় আওয়ামীলীগকে ভোট দিই না। তারপরেও আওয়ামীলীগ সরকার বাংলাদেশের সকল জেলার চাইতে সকল দিক থেকে বগুড়া জেলাকে সুযোগ সুবিধা বেশি দিয়ে থাকে। এ সরকার ক্ষমতায় আসার পর ঘোষণা দিয়েছিল বাংলাদেশের মানুষকে ১০ টাকা কেজি দরে চাল প্রদান করবে। তা বাস্তবায়ন করেছে। বগুড়ার মানুষের এখন সময় এসেছে ভুল না করার। যারা উন্নয়ন করবে তাদেরকেই সহযোগীতা করতে এবং মনে রাখতে হবে। তাই আগামীতে আওয়ামীলীগ সরকারের সকল উন্নয়ন মুলক কাজে সহযোগীতা করার জন্য তিনি বগুড়া বাসীকে আহবান জানান। সেই সাথে তিনি সদ্য সমাপ্ত উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করায় গোকুল ইউনিয়ন বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান বলেন, এ গুলি ভাতার কার্ড করতে কোন টাকা পয়সা কাউকে দিবেন না। যারা টাকা পয়সা চাইবে তাদের তথ্য দিবেন আমাদেরকে সহযোগীতা করেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি সেবার মন-মানসিকতা নিয়ে দায়িত্ব নিয়েছি তা সঠিক ভাবে পালন করার জন্য আপনাদের সহযোগীতা ও সু-পরামর্শ চাই। ইউপি সদস্য এমদাদুল হক দুলালের পরিচালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের আহব্বায়ক ও ইউপি সদস্য মোঃ আলী রেজা তোতন,যুগ্ন আহব্বায়ক এম আর বিপ্লব,সংরক্ষিত মহিলা সদস্যা মোছাঃ হাজেরা বেগম,মোছাঃ রুমি বেগম, মোছাঃ তহমিনা বেগম,ইউপি সদস্য মোঃ ছালামত আলী,সাজেদুল ইসলাম সুজন, এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবা অফিসার মোছাঃ পারুল বেগম, ইউপি সদস্য হবিবর রহমান, জাকির হোসেন,ইউপি সচিব আজমল হোসেন দুলাল, উদ্যোক্তা মিসফাকুর রহমান উজ্জল,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোকলেছার রহমান মুকুল,সদর উপজেলা সেচ্ছাসেবকলীগের আহব্বায়ক সরকার সাইফুল ইসলাম,সদর উপজেলা কৃষকলীগের যুগ্ন আহব্বায়ক আরিফ খান,ইউনিয়ন সেচ্চাসেবকলীগের সভাপতি মেহেদী হাসান বাবু,সাইফুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধিদের যাচাই – বাচাই করা হয়।



from BDJAHAN https://ift.tt/2YHbuvW
via IFTTT
Next Post Previous Post