রাজশাহীতে নারীসহ তিন জনের আত্মহত্যা

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি : রাজশাহী জেলাজুড়ে এক নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছেন, তারা পৃথক পৃথক ভাবে আত্মহত্যা করেছে। নিহতরা হলেন, মহানগরীর মতিহার থানাধীন বুধপাড়া এলাকার আব্দুল রনির স্ত্রী জসি খাতুন,পশ্চিম বুধপাড়া এলাকার মোকলেসুর রহমানের কলেজ ছাত্র মাহফুজুর রহমান ও গোদাগাড়ী উপজেলার মাধবপুর গ্রামের বৃদ্ধ মেশের আলী। এদের মধ্যে মাহফুজুর রহমান স্নাতক (সম্মান) শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক ডেপুটি রেজিস্ট্রার। শনিবার (২৭শে এপ্রিল) সকালে পুলিশ তার শয়নকক্ষ থেকে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এবিষয়ে,মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান,মাহফুজুর রহমান মানসিকভাবে অসুস্থ ছিলেন। এর আগেও তিনি কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছেন। শুক্রবার দিনগত রাতে কোনো এক সময় নিজ শয়ন কাক্ষে সিলিংয়ের সঙ্গে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দেন। খবর পেয়ে শনিবার সকালে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। অন্যদিকে শুক্রবার বিকালে মহানগরীর মতিহার থানাধীন বুধপাড়া এলাকার আব্দুল রনির স্ত্রী গৃহবধূ জসি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে রাতে তারও মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে জসি নামের ওই গৃহবধূ তিন মাসের অন্তঃসত্বা ছিল বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। অপরদিকে গোদাগাড়ী থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, শুক্রবার রাতে সবার অজান্তে নিজ শয়নকক্ষের তীরের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন মেশের। সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় তার পরিবারের লোকজন তার ঘরে গিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।



from BDJAHAN http://bit.ly/2DBqp1T
via IFTTT
Next Post Previous Post