বগুড়ায় গোলাগুলিতে নিহত ২
বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে দু’দল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (সর্বহারা) দুই সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (২৬ এপ্রিল) দিবাগত রাত অনুমান পৌণে দুইটার দিকে উপজেলার ভবানীপুর এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
এসময় ঘটনাস্থল থেকে ২টি আগ্নেয়াস্ত্র (১টি পিস্তল , ১টি ওয়ান শুটার গান), ৮ রাউন্ড গুলি , ২ টি চাপাতি এবং পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির হাতে লেখা ৩ টি পোষ্টার উদ্ধারের দাবি করেছে পুলিশ।
নিহতদের দুজনের মধ্যে একজনের নাম আফসার আলী (৪৫) এবং অপরজনের নাম লিটন মিয়া (৪০) । তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের পূর্ণ পরিচয় জানা যায়নি।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান , রাত অনুমান দেড়টার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর বাজার এলাকায় দুদল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেখানে গুরুতর জখম অবস্থায় দুজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তাৎক্ষণিক ভাবে তাদের নাম ছাড়া বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তাদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। নিহত দুজনই সর্বহারা পার্টির সদস্য বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে বলেও জানান তিনি।
from BDJAHAN http://bit.ly/2UJ6svx
via IFTTT