নবাবগঞ্জে মাটির তৈরি বাসনপত্র ঐতিহ্য ধরে রেখেছে মোগরপাড়া বারুন মেলা

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম.এ সাজেদুল ইসলাম(সাগর) : দিনাজপুরের নবাবগঞ্জে মাটির তৈরি বাসনপত্র ঐতিহ্য ধরে রেখেছে মোগরপাড়া বারুনী স্নান মেলা। প্রতি বছর চৈতালী সময়ে উপজেলার ৮নং মাহমুদপুর ইউনিয়নে মহিলা নদীর পাড়ে মোগরপাড়া ডিগ্রী কলেজ মাঠে বসে মেলাটি। মেলায় এলাকার হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষের স্নানকার্য সম্পন্ন করে থাকে। এরপর এ মেলায় মৃতশিল্পী কারিগরের হাতে তৈরি করা হাড়ি-পাতিল, থালা-বাসন, শিশুদের খেলনা সামগ্রী ওঠে প্রচুর পরিমাণ। মেলাকে ঘিরে উপজেলার শতাধিক মৃতশিল্পীরা মেলায় আমদানী করার জন্য ৬ মাস আগে থেকেই তৈরি করে বাসনপত্র। এছাড়াও মেলায় রয়েছে মিষ্টি-জিলাপীর ঐতিহ্য। এ বিষয়ে মোগরপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম জানান- শত বছরের হিন্দু সম্প্রদায়ের মোগরপাড়া বারুনী স্নান মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। ৮নং মাহমুদপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা জানান, মেলাটি কয়েকটি জেলার হিন্দু সম্প্রদায়ের মানুষদের দীর্ঘদিনের ঐতিহ্য। এ বছরে মেলায় উৎসুক জনতা প্রচুর ভিড় রয়েছে।



from BDJAHAN http://bit.ly/2KPhJer
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url