নুসরাত হত্যাকারীদের বিচার দাবিতে ইবিতে মানববন্ধন

ইবি প্রতিনিধি : ফেনীর সোনাগাজী ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) তে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।আজ শনিনিবার (১৩ এপ্রিল) দুপুরে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ এর সামনে শিক্ষার্থীরা প্রতিবাদ সম্বলিত বিভিন্ন ফেস্টুন নিয়ে এ মানববন্ধনে অংশগ্রহণ করে।

জি কে সাদিকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য প্রদান করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের আহ্বায়ক অধ্যাপক ড. নাসিম বানু, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান, ভারপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমানসহ ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর ড. মোহাম্মাদ নাছির উদ্দীন ও সাহেদ আহমেদ।

এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে। ছাত্র মৈত্রীর মিছিলে উপস্থিত ছিলেন শাখা ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক আব্দুর রউফ, শামীমুল ইসলাম সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।



from BDJAHAN http://bit.ly/2G9mMR8
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url