দুবাইয়ে অনুষ্ঠিত অলিম্পিকে ২ টি স্বর্ণ পদক জিতলো বাংলাদেশের রাশেদ জনি

আবুধাবি ও দুবাইয়ে অনুষ্ঠিত বিশেষ অলিম্পিকে ২টি স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ। গত ১৭ মার্চ সন্ধ্যা বেডমিন্টন খেলায় দুটি স্বর্ন বিজয়ী হয়ে বাংলাদেশের নাম স্বর্নাক্ষরে লিখেছে জনি। আবুধাবিতে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেমসে নিজেদের সাফল্য ধরে রেখেছে বাংলাদেশ দল। বিশ্বের ১৯০টি দেশের ৭ হাজার অ্যাথলেটের অংশগ্রহণের এ প্রতিযোগিতায় ১১টি ইভেন্টে অংশ নিয়ে ২২টি স্বর্ণ, ১০টি রৌপ্য এবং ৬টি ব্রোঞ্জসহ মোট ৪০টি পদক জয় করেছে বাংলাদেশের ক্রীড়াবিদরা।

দৌড়, সাঁতার, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, হ্যান্ডবল (নারী), হ্যান্ডবল (পুরুষ সমন্বিত), ফুটবল (নারী ও পুরুষ সমন্বিত), ভলিবল ও বাস্কেটবল (সমন্বিত) সহ মোট ১১টি বিভাগে ১৩৯ জন সদস্য বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে। আট দিনের এই অলিম্পিকে ১৯০টি দেশের মোট ৭ হাজার খেলোয়াড় অংশ নিয়েছে। এর আগে সোমবার বাংলাদেশ ১৩টি স্বর্ণ, ছয়টি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ পদক জয় করে। এর মধ্যে সাঁতারে পাঁচটি স্বর্ণ, দুটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ, বৌছিতে ৪টি স্বর্ণ, টেবিল টেনিস এবং ব্যাডমিন্টনে দুটি করে স্বর্ণ, দৌড়ে চারটি রৌপ্য এবং বাস্কেটবল খেলায় ১টি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২১’শে মার্চ) টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে শুক্রবার রাতে বাংলাদেশ দল দেশে ফিরে।

Official Fan page Of Joney: http://bit.ly/2PC8Mnm

The post দুবাইয়ে অনুষ্ঠিত অলিম্পিকে ২ টি স্বর্ণ পদক জিতলো বাংলাদেশের রাশেদ জনি appeared first on BD Time.



from BD Time http://bit.ly/2vrmekN
via IFTTT
Next Post Previous Post