আত্রাইয়ে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে এক কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) নাটোর ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলো পার্শ্ববর্তী রাণীনগর উপজেলার বিশঘরিয়া গ্রামের আব্দুস ছামাদের ছেলে বাবু (৪৫), কুয়াকান্তি গ্রামের খলিলুর রহমানের ছেলে ইয়াকুব আলী প্রামানিক (৩৬) ও বনপুকুর গ্রামের আবুল কালামের ছেলে পাইলট (৩৫)।
এ ব্যাপারে রাজশাহী র্যাব-৫ সিপিসি ২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমন্ডার এ এস পি রাজিবুল আহসান জানান, বুধবার বিকেলে আত্রাই উপজেলার দেবনগর এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা, নগত অর্থ ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাদের নামে মাদক আইনে একটি মামলা দায়ের করে আত্রাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাললা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
from BDJAHAN http://bit.ly/2GGMgqm
via IFTTT