কাল সগুনেরা
শাবলু শাহাবউদ্দিন :
বাংলার নীল আকাশ তলে
কাল সগুণেরা দলে দলে
এক ঐক্য করে ছুটে ছলে
সকল বাঙালি সগুণের পদ তলে ।
মুষ্টিমে কিছু ফন্দিবাজ, ছেড়ে নীতি ডাক
সব সহজ সরল কাল বাঙালি হেসে করে কুটপাট
বুঝেছে আজ তাঁরা, ভাগ্য তাদের নিস্তার হারা।
নীতিতে মিশেছে দুর্নীতি আরও আছে চাঁদাবাজ
স্বজন-প্রীতি খেয়েছে আদর্শ বাতি, তোষামোদেরা
না হয়ে নিপাত, বাংলার মাটি চুষে চুষে খাক !
নেতা তাঁর হারিয়েছে নীতি, সগুণের আঁখিতে ভাসে সে স্মৃতি
নাই নির্বাচন, আছে শুধু প্রহসন, আর দু’একজন ফন্দিবাজি
ঐ প্রশাসন মরে গেছে সে এখন, হয়েছে সব সুবিধাবাদী ।
আয় ফিরে আয় মুজিবরে ভাই, নজরুলের ঐ ঘরে
আসাদেরা চিৎকার করে , বাংলার মুক্তি তরে
কলম সৈনিক জহির-মুনি থাকিস না আর দূরে
বাংলায় আবার সগুণের পরেছে , আয় মুক্তি তরে।
from BDJAHAN https://ift.tt/2WEnFI8
via IFTTT