বহু প্রতিক্ষিত পহেলা বৈশাখ
হাছনা হেনা :
বৈশাখের প্রথম দিনে
সেই চিরচেনা বটবৃক্ষের নিচে,
দুজনে হারিয়ে যেতাম
অজস্র কথার ভিড়ে ৷
লাল পের সাদা শাড়ি,
আমাকে মানাতো ভারি ,
একথাটি তুমি বলতে আমায়,
আজও সে কথাটি ভুলিনি আমি ৷
জন্মদিন উপলক্ষে সেদিন,
হাতে বেধে দিলে
টকটকে লাল ফিতা ৷
দুজনে তখন নির্বাক ছিলাম,
মূহুর্তেই যেন সুখের রাজ্যে হারিয়ে গেলাম ৷
স্থানীয় স্টলে পানতা ভাত,
ইলিশ আর পাটশাক খেয়ে
আমরা চলে আসলাম নাগরদোলায় ৷
সেই সুখের দিনগুলি
আজও চোখে মোর ভাসে,
অপেক্ষার অবসান ঘটিয়ে
সেই পহেলা বৈশাখ আসে ৷
from BDJAHAN http://bit.ly/2IjMZ2M
via IFTTT