রাবিতে গবেষণা সেমিনার অনুষ্ঠিত
রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে গবেষণা উপস্থাপন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল থেকে বিভাগের ১২২ নম্বর কক্ষে এই সেমিনার শুরু হয়। বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের (মাস্টার্স) আটজন শিক্ষার্থী তাদের গবেষণাকর্ম উপস্থাপন করেন।
সেমিনারের উদ্বোধন করেন বিভাগের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আল মামুন। এসময় আরো উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, মো. মশিহুর রহমান, মো. শাতির সিরাজ, নাজিয়াত হোসেন চৌধুরী, প্রভাষক মো. মামুন আ. কাইয়ুম, মো. আব্দুল্লাহীল বাকী। বিভাগের অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অধ্যাপক আবদুল্লাহ আল মামুন বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণার মান সমৃদ্ধ করার লক্ষ্যে আমাদের বিভাগে এ ধরনের সেমিনারের আয়োজন করা হয়ে থাকে। সেমিনারে উপস্থাপিত গবেষণার ভুলভ্রান্তি বের হয়ে আসে। এতে সবার দৃষ্টিভঙ্গি সমৃদ্ধ হয়। এই সেমিনার হওয়ায় ইতিবাচক ফলও আসছে।
সেমিনারের দিকনির্দেশনা দিয়ে অধ্যাপক শাতির সিরাজ বলেন, বেশ কয়েকবছর ধরে আমরা বিভাগে এই সেমিনার চালু করেছি। এতে একজন তরুণ গবেষকের কাজের মান বৃদ্ধি পায়। পাশাপাশি অন্য বর্ষের শিক্ষার্থীরা প্রেজেন্টেশন দেখে গবেষণা সম্পর্কে আগাম অনেককিছু জানতে পারে।
মাস্টার্সের শিক্ষার্থী গোলাম মোস্তফা সংবাদপত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংবাদ কাভারেজের উপর গবেষণা করেছেন। কোটা সংস্কার আন্দোলন নিয়ে গবেষণা করেছেন অধরা মাধুরী পরমা। নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে গবেষণা করেছেন রাইসা জান্নাত। এছাড়া ইয়াসমিন যুথি, রাশেদ রিন্টু, রিমন রহমান, অলী উল্লাহ শান্ত, মো. আলী হুসাইন মিঠু তাদের গবেষণা উপস্থাপন করেন।
from BDJAHAN https://ift.tt/2FNXJnz
via IFTTT