ইবি’তে চতুর্থ আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন অনুষ্ঠিত
আরমান রকি, ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দ্বিতীয় দিনের চতুর্থ আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ফোকলোর বিভাগ, ঝিনাইদহ জেলা প্রশাসন, ঝিনাইদহ পৌরসভা, লৌকিক কলকাতা ও বাংলাদেশ ফোকলোর রিসার্চ সেন্টার, রাজশাহী ব্শ্বিবিদ্যালয়ের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ফোকলোর বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাঃ সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ আসকারী।
৪র্থ এ সম্মেলনে মুখ্য আলোচক ছিলেন কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরেটস বরুন কুমার চক্রবর্তী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. রাশিদ আসকারী বলেন, সারা বিশ্বে ২০৫ মিলিয়ন বাঙালী আছে তাদের প্রাণের সংস্কৃতি বাঙালী সংস্কৃতি। বাংলাদেশে ও রয়েছে ৪০-৫০ টি জাতিসত্ত্বা যারা সকলে মিলে রাষ্ট্র বির্নিমান করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেন, শিক্ষা মানুষকে উদার করে এবং মানুষের জানবার দিগন্তকে প্রসারিত করে। পাশাপাশি মানুষকে আলোকিত করে। একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার গুনগত মান নিশ্চিত করতে পারেন।
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ.এইচ. এম মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের অরিজিন কি তা বের করে নিয়ে আসে ফোকলোর। তাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে মানুষ হিসাবে ভালোবাসতে হবে।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা, ঝিনাইদহ পৌরসভার শেয়র সাইদুল করিম মিন্টু, আমেরিকার নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের কলা ও ইতিহাস বিভাগের শিক্ষক ডেমন জোসেফ মন্টিক্লার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক প্রফেসর সনৎ কুমার নস্কর ও ভারতের ডায়মন্ড হারবার উইমেন্স বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর তপন মন্ডল প্রমুখ।
from BDJAHAN http://bit.ly/2Ky52nW
via IFTTT
This comment has been removed by a blog administrator.
This comment has been removed by the author.