ডিজিটাল শিল্পমহানগরী হবে রাজশাহী’তথ্যপ্রযুক্তি মন্ত্রী

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি : ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, রাজশাহীতে নির্মাণাধীন বঙ্গবন্ধু হাইটেক পার্কের নির্মাণ শেষ হলে তথ্য-প্রযুক্তিতে পদ্মাপাড়ের এই শহর অনেক এগিয়ে যাবে। তখন রাজশাহীকে ডিজিটাল শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে। গতকাল শনিবার দুপুরে মহানগরীর জিয়ানগরে হাইটেক পার্কের নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। এসময় মন্ত্রী বলেন, ডিজিটাল শিল্পনগরীতে ব্যাপক মানুষের কর্মসংস্থান হবে। নতুন প্রজন্মের কাছে কর্মসংস্থানের এক ঠিকানা হিসেবে প্রতিষ্ঠা পাবে বঙ্গবন্ধু হাইটেক পার্ক। তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় আমরা হাইটেক পার্ক নির্মাণ করছি। রাজশাহীর হাইটেক পার্কের নির্মাণ কাজ দ্রুতই এগিয়ে চলছে। আমি আশা করি, নির্ধারিত সময়ের আগেই সব কাজ শেষ হবে।এছাড়া সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,শিথিলতার কারনে বহুতল ভবন নির্মাণে অনেক অনিয়ম হয়েছে। তবে যারা কোড অমান্য করেছেন তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিবে। প্রযুক্তি ব্যবহার করে অগ্নিকান্ড প্রতিরোধ করা সম্ভব। সে প্রযুক্তি আমাদের কাছে আছে। আমাদের যে প্রযুক্তি রয়েছে তা ব্যবহার করে হাজার মাইল দুর থেকেও অগ্নিকান্ড সর্ম্পকিত তথ্য পাওয়া সম্ভব। যে সব ভবনে আগুন লাগছে সেগুলোতে আগুনের সুত্র যা তার সব কিছুর সমাবেশ করা হয়েছে। আমরা যখন হাইকেট পার্ক করছি তখন এ সমস্ত বিষয় বিবেচনা করে তৈরী করা হচ্ছে। যাতে একটি নিরাপদ জায়গা করা যায় সেই ব্যবস্থাটা করছি।এ সময় মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে ছিলেন,জেলা প্রশাসক এসএম আবদুল কাদের ও রাজশাহী সিটি করপোরেশনের প্যনেল মেয়র-২ রজব আলীসহ হাইটেক পার্কের প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা প্রমুখ।



from BDJAHAN https://ift.tt/2YCaQjq
via IFTTT
Next Post Previous Post