আটোয়ারীতে অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু

আটোয়ারী (পঞ্চগড় ) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় অগ্নিদগ্ধ হয়ে রহিমা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যুু হয়েছে। এসময় ছেলে ইসলাম, জুয়েল, সুয়েল, প্রতিবেশী হাজিরুল ও রবিউলের ঘরসহ মোট ১৪টি ঘর পুরে ছায় হয়ে যায়। ধারাণা করা হচ্ছে রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত ঘটেছে।

শুক্রবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের ছোটদাত গ্রামে এই ঘটনাটি ঘটে। রহিমা ওই গ্রামের মৃত বিশু মোহাম্মদের স্ত্রী।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে রহিমা বাসায় একায় ছিলেন। হঠাৎ আগুন দেখে প্রতিবেশীদের ডাকাডাকি করতে শুরু করে। এক পর্যায়ে ঘরে থাকা ঋণের ৫০হাজার টাকা উদ্ধারের জন্য ঘরের ভিতর প্রবেশ করলে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করে রহিমা। অগ্নিকান্ডের পরিমাণ এতই ছিল যে খবর পেয়ে পঞ্চগড় ও বোদা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, লাশের প্রাথমিক সূত্রহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন সুলতানা, উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু আকরাম,ও ৪নং রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু জাহেদ

পরবর্তীতে আটোয়ারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান জানান, উপজেলা পরিষদ থেকে নগদ টাকা ও শুকনা খাবার ক্ষতিগ্রস্তদের দেওয়া হবে,তিনি আরো বলেন আটোয়ারী উপজেলার সর্বস্তরের বিত্তবান মানুষদের সহযোগিতা করার জন্য আহ্বান জানায়।



from BDJAHAN https://ift.tt/2U2xtyT
via IFTTT
Next Post Previous Post