আজকের প্রজন্মদের স্বাধীনতার সঠিকইতিহাস জানাতে হবে-প্রভাষক রুবেল
আতাউর রহমান গাবতলী (বগুড়া): গাবতলীর তছলিম উদ্দিন তরফদার ডিগ্রি কলেজের ইসলামী স্টাডিজ বিভাগের সিনিয়র প্রভাষক লতিফুল বারী রুবেল বলেছেন,বাংলাদেশের স্বাধীনতার সঠিক ইতিহাস আজকের প্রজন্মদের জানাতে হবে। স্বাধীনতা যুদ্ধে দেশে ত্রিশ লক্ষ বীর দেশের জন্য শহীদ হয়েছে, দু’লক্ষ মা-বোন হারিয়েছেন তাদের সমভ্রম,তাদের মহান আত্নত্যাগের সঠিক ইতিহাস আকজের প্রজন্মদের জানাতে হবে। গতকাল তিনি বেলতলা জামিয়া আরাবিয়া রাহমানিয়া মাদরাসা আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস মাস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুস ছামাদ আকন্দের সভাপতিত্বে সভায় বক্তব্য বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীর শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সেকেন্দার আলী ও মুক্তিযোদ্ধা শাহ নেওয়ান রিপু। এ সময় মাদরাসার আজিবন সদস্য আবুল হোসেন, আব্দুস ছোবাহান, আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, আব্দুস ছাত্তার, আলহাজ্ব মকবুল হোসনে,মোকলেছার রহমান, বোরহান উদ্দিন, ইউপি সদস্য সাইফুল ইসলাম,মাওঃ মতিনুর রহমান, জাকিরুল ইসলাম, মাওলানা আবু শাহিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা রাফিউল ইসলাম ও মাওলানা আবু সাঈদ।
from BDJAHAN https://ift.tt/2YBlQNT
via IFTTT