রাবিতে ছায়া জাতিসংঘের পতাকা উত্তোলন দিবস পালন

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয় পতাকা উত্তোলন দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর কলা ভবনের ২৭২ নম্বর কক্ষে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আয়োজন করে রাবি ছায়া জাতিসংঘ (আরইউমান)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা লায়লা আরজুমান বানু এসময় আয়োজকদের হাতে জাতীয় পতাকা তুলে দেন। সংগঠনটির আলোচনা সভা পরিচালক সাকিব আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে ছাত্র উপদেষ্টা বক্তব্য প্রদান করেন। এসময় তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। তরুণ প্রজন্মকে এই উন্নয়ন ধারা অব্যাহত রাখতে হবে। তাদের কাছে অন্যায় যেমন প্রশ্রয় পাবে না। তেমনি তারা ভালো কাজের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে। উন্নয়নশীল দেশ হওয়ার পথে যে চ্যালেঞ্জগুলো রয়েছে তা মোকাবেলা করবে। তোমাদের জন্য অনেক শুভকামনা। তোমাদের এই উদ্যোগে আমার পক্ষ থেকে সহযোগিতা থাকবে।

এর আগে, ২৮ ফেব্রুয়ারি ‘সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হয়ে মানবতার শক্তিতে উজ্জীবিত হও’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু করে সংগঠনটি। এদিন বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজ উদ্দীন আহমেদ সিনেট ভবনে এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন রাবির সাবেক উপাচার্য ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাই কমিশনার সাইদুর রহমান খান।

চার দিনব্যাপী এবারের সম্মেলনে পূর্বঘোষিত কর্মসূচির মধ্যে জাতীয় পতাকা দিবস উপলক্ষে এই আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানের দ্বিতীয় ও তৃতীয় দিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত কমিটি সেশনগুলো অনুষ্ঠিত হবে। তৃতীয় দিন শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে। সম্মেলনের শেষ দিন অংশগ্রহণকারীদের সনদ ও পুরস্কার বিতরণের মাধ্যমে এবারের সম্মেলন শেষ হবে।

এবারের এ ছায়া সম্মেলন চলবে ৩ মার্চ পর্যন্ত। সম্মেলনে দেশ-বিদেশের প্রায় ৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সাড়ে তিনশতাধিক শিক্ষার্থী এবং ২৫জন বিচারক অংশগ্রহণ করবেন। অংশগ্রহণকারী প্রতিযোগিরা মোট ৮টি কমিটিতে বিভক্ত হয়ে নির্দিষ্ট এজেন্ডার আলোকে আন্তর্জাতিক বিষয় ও সমস্যাগুলো নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করবেন।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বাংলাদেশের মানচিত্র খচিত দেশের প্রথম পতাকা উত্তোলনের উদ্যোগ নেয় সংগ্রামী ছাত্রসমাজ। ছাত্রসমাজের পক্ষে পতাকা উত্তোলন করেন ছাত্রনেতা আ.স.ম. আবদুর রব।



from BDJAHAN https://ift.tt/2UkypL6
via IFTTT
Next Post Previous Post