স্বর্ণপদক জয় করলেন ইবি ছাত্রী তামান্না
আরমান রকি, ইবি প্রতিনিধি : বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পে মেরাথন দৌড় ইভেন্টে স্বর্ণপদক জয় করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না আক্তার। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৬৫ টি বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিকে হারিয়ে তিনি এ স্বর্নপদক অর্জন করেন।
‘বঙ্গবন্ধুর চেতনায় গড়ি মাদকমুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের ৬৫টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে প্রথমবারের মত গত ১৮ মার্চ উদ্ধোধন হয় ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প’।
তথ্যমতে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্বাবধানে চ্যাম্পিয়নশিপে ৬৫টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে। খেলায় ইভেন্ট গুলোর মধ্যে রয়েছে ক্রিকেট, ফুটবল, হ্যান্ডবল, সুইমিং, সাইক্লিং, ভলিবল, সাঁতার, অ্যাথলেটিক্স, টেবিল টেনিস ও বাস্কেটবল।
মাসব্যাপী অনুষ্ঠিত এ চ্যাম্পিয়নশিপে প্রত্যেক ইভেন্টের প্রথম ৩ জন বিজয়ীকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক দেয়া হবে। সর্বোচ্চ পদকজয়ী বিশ্ববিদ্যালয়কে চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করা হবে।
এ ব্যাপারে বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় চ্যাম্প এর ইবির প্রধান সমন্বয়ক ও অ্যাথলেটিকের ম্যানেজার প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন, আমি আশাবাদি এই খেলায় আমরা সর্বোচ্চ গোল্ড পেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় শীর্ষে অবস্থান করবে।
এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল বলেন, আমি প্রত্যাশা করি ইসলামী বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা যে সমস্ত ইভেন্ট গুলোতে অংশগ্রহণ করতেছে তারা সাফল্যের সাথে বিজয় অর্জন করবে।
from BDJAHAN https://ift.tt/2TJUfpU
via IFTTT