ফুলবাড়ীতে চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম শিকদারের আধুনিক উপজেলা গড়তে সংবাদ সম্মেলন
মোঃ আফজাল হোসেন দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী কয়লা খনি আন্দোলনের অন্যতম নেতা আসন্ন উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ শফিকুল ইসলাম শিকদার হাতুড়ি মার্কায় ভোট চেয়ে দূর্নীতি ও মাদক মুক্ত আধুনিক উপজেলা নির্মানের লক্ষে ১৬ দফার সংগ্রামকে এগিয়ে নিতে তার নিজ পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।
গতকাল ২ মার্চ শনিবার সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী উপজেলার পৌর শহরে সুজাপুর চৌধুরী মোড় এলাকায় নিজ পার্টির কার্যালয়ে আসন্ন উপজেলা চেয়ারম্যান নির্বাচনে হাতুড়ি মার্কা প্রতিক নিয়ে মোঃ শফিকুল ইসলাম শিকদার সংবাদ সম্মেলন করেন এতে আধুনিক উপজেলা গড়তে ১৬ দফা বাস্তবায়নের ইস্তেহার ঘোষনা দেন।
তিনি সংবাদ সম্মেলনে আধুনিক উপজেলা গড়তে ইস্তেহারে দাবি সমূহ তুলে ধরেন (১) ফুলবাড়ী কয়লা খনি বিরোধী আন্দোলনে সরকার কর্তক ৬ দফা চুক্তির বাস্তবায়ন এবং আন্দোলনকারী নেতৃবৃন্দর নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে (২) ফুলবাড়ী সদর হাসপাতালকে ১৫০ বেডে উন্নিত করন প্যাথলজি বিভাগে আধুনিকরণ, পর্যাপ্ত ডাক্টর নার্স নিয়োগ এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলিতে স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করতে হবে (৩) ফুলবাড়ীতে সরকারী ব্যবস্থাপনায় কোল্ড ষ্টেরেজ নির্মান, কৃষকের পন্য বিক্রির স্বার্থ্যে কৃষক পরিচালিত কৃষি সমবায় মার্কেট স্থাপন করতে হবে (৪) ফুলবাড়ী পৌরসভা সহ ইউনিয়নের হাটবাজারের ইজারার নামে জনগণকে হয়রানী , অতিরিক্ত জমা তোলাবাজি বন্ধ করতে হবে, ইউনিয়ন পর্যায়ে হাট বাজারে পাবলিক টয়লেট নির্মান করতে হবে (৫) পল্লী বিদ্যুৎ সামিতি-২ এর প্রশাসন কর্তৃক অনিয়ম, দূর্নীতি, হয়রানী এবং গ্রাহক প্রতিনিধি (চেয়ারম্যান) এর অধিপত্য বন্ধ করতে হবে (৬) ফুলবাড়ী উপজেলায় ক, খ তফশীল ভূক্ত জমির আইনি জটিলতা অবিলম্বে নিরসন, ভূমি ও সেটেলম্যান্ট , সাব-রেজিঃ অফিসের হয়রানী, দূনীতি বন্ধ সহ ভূমি অফিসগুলোকে আধুনিক করতে হবে (৭) কৃষি শিল্প কলকারখানায় তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ সার্বক্ষনিক দিতে হবে (৮) রেলওয়ে ষ্টেশন পর্যন্ত জনসাধারনের যাতায়াতের সুবিধার্থে দ্রুতযান, একতা, নীলসাগর এসব ট্রেনে পর্যাপ্ত আসন দিতে হবে এছাড়া আধুনিক বিশ্রামাগার, টয়লেট, প্রতিবন্ধিদের জন্য হুইল চেয়ার বরাদ্ধ সহ আধুনিক ষ্টেশনে রুপান্তরিত করতে হবে (৯) খাসপুকুর, খাস জমি প্রকৃত ভূমিহীনদের মাঝে বরাদ্ধ দিতে হবে (১০) পৌর এলাকায় সরকারী উদ্দ্যগে আধুনিক সুবিধা সর্ম্পন্ন কমিউনিটি সেন্টার ও শিশু কিশোরদের বিনোদনের জন্য শিশুপার্ক নির্মান করতে হবে এবং অদিবাসী ছাত্রছাত্রীদের ক্ষেত্রে শত ভাগ উপবৃত্তির আওতায় আনতে হবে (১১) ফুলবাড়ী সরকারী কলেজে ছাত্রী হোস্টেল, শিক্ষকদের আবাসিক হোস্টেল এবং একডেমিক ভবন আধুনিক অডিটরিয়াম হলরুম নির্মান করতে হবে (১২) উপজেলায় আদিবাসী জনগোষ্ঠির আবাসন, শিক্ষা, স্বাস্থ্য, করব, শশ্মান সহ ভূমির অধিকার সংরক্ষন করতে হবে (১৩) গরুছাগল, হাস-মুরগী পালনে উপজেলা প্রাণিসম্পদ অফিসকে কার্যকরী করা এবং পশুপ্রতিপালনে ৩% সুদ দিতে হবে, ভারতীয় গরু আমদানী বন্ধ করতে হবে (১৪) উপজেলায় দুস্থ্য কৃষিজীবী, শ্রমজীবী নারীদের সারাবছর কাজ, রেশনিং ব্যবস্থা, আশ্রায়ন প্রকল্প গড়ে তুলে হবে (১৫) মাদক দূনীতি বন্ধ ও তরুন যুবশক্তি কে মানবিক শক্তিকে রূপান্তরের লক্ষে এলাকায় শিল্প অঞ্চল গড়ে তুলতে হবে (১৬) বিধবা ভাতা, বয়স্ক ভাতা, দুস্থ্যভাতা ও একটি বাড়ি একটি খামার সহ সকল প্রকার সরকারী উন্নয়ন বরাদ্ধের ঘুষ, অনিয়ম বন্ধ করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ফুলাবাড়ী শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শফিকুল ইসলাম শিকদার, জাতীয় কৃষক সমিতির ফুৃলবাড়ী শাখার সভাপতি মোঃ মোশারাফ হোসেন বাবুল, আহাদ আলী খোকা, মোস্তাফিজার রহমান, হাকিম রেজা, সুলতান হোসেন সহ দলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
from BDJAHAN https://ift.tt/2TaiiTz
via IFTTT