রাবিতে ছাত্রী হলগুলোতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রী হলগুলোতে ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। শনিবার সকাল ৯টায় শেখ কামাল স্টেডিয়ামে বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। প্রতিযোগিতায় ১২টি ইভেন্টে প্রায় শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছেন।

রহমতুন্নেসা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক রুকসানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া।

আয়শা ইয়াসমিন ইসা সঞ্চালনায় অন্যদের মধ্যে ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক আছাদুজ্জামান, মন্নুজান হল প্রাধ্যক্ষ অধ্যাপক জিন্নাত ফেরদৌসী, রোকেয়া হল প্রাধ্যক্ষ অধ্যাপক মোর্বারা সিদ্দিকা, তাপসী রাবেয়া হল প্রাধ্যক্ষ অধ্যাপক সাবিনা সুলতানা, বেগম খালেদা জিয়া হল প্রাধ্যক্ষ ড. মাহবুবা সরকার, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল প্রাধ্যক্ষ অধ্যাপক বিথীকা বণিক, অন্যান্য হল প্রাধ্যক্ষ, অনুষদ অধিকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাদিকা মুস্তফা, সুলতানা মুস্তারী ও কামারা তাসনুভা মশাল প্রজ্জ্বলন করেন। এছাড়া প্রত্যেক হলের শিক্ষার্থীরা পৃথকভাবে বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করে।



from BDJAHAN https://ift.tt/2tJ4kJg
via IFTTT
Next Post Previous Post