ভবনের ভেতরে মারা গেলেন স্ত্রী, লাফিয়ে পড়ে স্বামী

বিশেষ প্রতিনিধি : ঢাকার বনানীতে আগুন লাগা ভবনে নিহতের মধ্যে এক দম্পতিও রয়েছেন। এদের মধ্যে স্ত্রী রুমকি আক্তার (৩০) ভবনের ভেতরেই মারা যান।

আর তাঁর স্বামী মাকসুদুর রহমান আগুন লাগার কিছুক্ষণ পরেই ভবন থেকে লাফিয়ে পড়ে মারা যান। স্বামী-স্ত্রী দুজনেই ওই ভবনে একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করতেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে এসে রুমকির মরদেহ শনাক্ত করেন মাকসুদুর রহমানের খালাতো ভাই ইমতিয়াজ আহমেদ।

তিনি বলেন, বনানীর ওই ভবনের ১০ অথবা ১১ তলায় একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন তারা স্বামী-স্ত্রী। মাকসুদুর লাফিয়ে পড়ে মারা গেলেও তার স্ত্রী রুমকি নিখোঁজ ছিলেন। এখন জানা গেলো তিনিও মারা গেছেন।

মাকসুদুরের মরদেহ ইউনাইটেড হাসপাতালে রাখা আছে বলেও জানান তিনি। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা মৃত অবস্থায় রুমকিকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যায়।

নিহত রুমকি নীলফামারীর জলঢাকা উপজেলার আশরাফ আলীর সন্তান। বর্তমানে তারা স্বামী-স্ত্রী গেন্ডারিয়ার আলমগঞ্জ এলাকায় নিজবাড়িতে থাকতেন। তাদের কোনো সন্তান ছিল না।



from BDJAHAN https://ift.tt/2HMW04n
via IFTTT
Next Post Previous Post