আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবলের পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন ইবি
আরমান রকি, ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত আন্ত:বিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগীতার পুরুষ বিভাগের ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়কে ৩৯-১৯ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় হ্যান্ডবল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইনাল শেষে বিজয়ী, রানার্সআপ ও তৃতীয় স্হান অর্জনকারী দলের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট আইনবিদ বিশ্ববিদ্যালয়ের ট্রেজেররা প্রফেসর ড. মো: সেলিম তোহা। এসময় তিনি বলেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে। আমরা যার যার অবস্থান থেকে কাজ করলে এই বিশ্ববিদ্যালয়টি এক সময় কাংখিত লক্ষের দিকে এগিয়ে যাবে। তিনি আরো বলেন ভাইস চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর জরুরী কাজে ঢাকায় অবস্থান করায়, আজকের বিজয়ের কথা জানতে পেরে সকলকে অভিনন্দন জানিয়েছেন। চমৎকার পরিবেশে খেলোয়াড়সূলভ মনোভাব নিয়ে প্রতিযোগিতা সম্পন্ন করায় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটি ও শারীরিক শিক্ষা বিভাগসহ টুর্নামেন্টের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এছাড়াও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, প্রক্টর(ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আনিছুর রহমান, ক্রীড়া বিভাগের পরিচালক ড. মো: সোহেল সহ বিভিন্ন দলের খেলোয়াড়, দলের ম্যানেজার, কোচ ও দর্শকবৃন্দ।
from BDJAHAN https://ift.tt/2BTJagc
via IFTTT