পলাশবাড়ী সদরের কালীবাড়ী বাজারটিতে একটু বৃষ্টিতেই প্রায় হাঁটুজল
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরের কেন্দ্রীয় বাজার কালীবাড়ী বাজার।একটু বৃষ্টি ঝড়েছে।আর তাতেই অনুপযোগী হয়ে পড়ছে বাজারের প্রবেশদ্বার চলাচলের সব রাস্তা।এক কথায় চরম দুরাব্স্থা।বাজারটি হয়ে উঠেছে যেন কোন দুর্গম গিরিপথ।চরম দুরাব্স্থায় হাঁটটির প্রত্যাশিত উন্নয়ন নিয়ে স্থানীয় সচেতন ভুক্তভোগি মহলের মাঝে এনিয়ে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।
পানি নিষ্কাশনের তেমন কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জমে গেছে প্রায় হাঁটুজল।পথচারিসহ বাজারমুখি মানুষজনের বাজারে প্রবেশ হয়ে পড়েছে দুরুহ।ভুক্তভোগিরা বাজারে না গিয়ে একান্ত জরুরি কোন কাঁচাবাজার বা কেনাকাটা হাতের নাগালে রাস্তাঘাটের নানা পয়েন্ট থেকেই তা সেড়ে নিচ্ছেন।
অথচ কালীবাড়ী বাজার বা হাটটি প্রতি বাংলা সনের জন্য ইজারা বন্দোবস্ত হয়ে থাকে কোটির্ধ্ব টাকা। উল্লেখযোগ্য পরিকল্পিত কোন উন্নয়ন না থাকায় আজ এমন শোচনীয় পরিস্থিতি বাজারটির।যে উন্নয়ন টুকুও হয় তা হাঁটুরেসহ পথচারিদের কোন কাজে না এসে বরং তা দাড়ায় মড়ার উপর খাঁড়ার ঘাঁ হিসেবে।বাজারে প্রবেশে পৃথক ৫ টি সংযোগ সড়কের প্রায় একই অবস্থা।
স্থানীয় জনপ্রতিনিধিদের বজারটির আশাতীত উন্নয়ন নিয়ে তেমন কোন চিন্তাচেতনা না থাকায় বর্তমান পরিস্থিতির সৃষ্টি।
হাটটির উন্নয়নকল্পে এলাকার সর্বস্তরের দীর্ঘ বছরের জনদাবী বাস্তবায়ন করতে ভুক্তভোগি মহল আবারো দায়ীত্বশীল উর্ধ্বতন কর্তৃপক্ষের যথাযথ জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
from BDJAHAN https://ift.tt/2BWoR1A
via IFTTT