কক্সবাজারে আট হাজার ইয়াবাসহ আটক ৩,পর্যটকবাহী বাস জব্দ

আমিনুল কবির,কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে পর্যটকবাহী একটি জে.বি ডিলাক্স নামে বাস থেকে (৮০০০) আট হাজার ইয়াবাসহ তিন জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সাথে থাকা একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জানুয়ারী) বিকেল ৪ টার দিকে টেকনাফের উত্তর শীলখালী মেরিন ড্রাইভ সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন,বাস চালক মোঃ মনজিল আলম (৩৪),পিতা-আবুল কাশেম মন্ডল, কালাইপাড়া, বগুড়া,বাস হেলপার মোঃ বকুল প্রামানিক,  পিতা-মৃত মনির উদ্দিন প্রামানিক, বাড়োপুর, মধ্যপাড়া, ১৭ নং ওয়ার্ড, বগুড়া ও তাদের সহযোগী টেকনাফ মহেশখালীয়া পাড়া, ৫ নং ওয়ার্ডের নবী হোসেন এর পুত্র মোঃ আব্দুর রহিম (২০)। তাদের আরেক অপর সহযোগী একই এলাকার লাল মিয়ার পুত্র মোঃ ইসমাইল অভিযানকালে পালিয়ে যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক (এডি) সোমেন মন্ডল সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান,গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন উত্তর শীলখালী মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে  তাদেরকে আটক করা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ সার্কেল উপ-পরিদর্শক বাদী হয়ে ৪ জনকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা।



from BDJAHAN http://bit.ly/2Uy112R
via IFTTT
Next Post Previous Post